প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য আটক

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৬ পিএম, ১২ এপ্রিল ২০১৮

নিজস্ব প্রতিবেদক:>>> 

রাজশাহীর তানোর উপজেলা থেকে চলমান এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক হওয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যের নাম মোস্তাফিজুর রহমান মুক্তা (১৮)।

 

বুধবার রাতে উপজেলার সরণজাই ইউনিয়নের মানিককন্যা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মুক্তা ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

 

আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই গ্রামে অভিযান চালায় র‌্যাব।

 

এ সময় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য মুক্তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও মেমোরি কার্ড জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে তাকে তানোর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন :