ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে গুলি করে হত্যা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:>>>
ফেনীর দাগনভূঞা উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে এক যুবক। মঙ্গলবার বিকালে উপজেলার নয়নপুর গ্রামের আদু ভুঞার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সুত্র জানায়, উপজেলার নয়নপুর গ্রামের আবদুল মজিদের ছেলে জাহাঙ্গীর আলম ওই দিন বিকালে একই বাড়ির শামছুল হকের স্ত্রী শারমিন আক্তারকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে গৃহবধূর বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলে ওই গৃহবধূর মৃত্যু হয়।
স্থানীয়রা জাহাঙ্গিরকে ধরার চেষ্টা করলে অস্ত্র উচিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সফি উল্যাহ স্বপন জানান, ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে গুলি করে হত্যা করে জাহাঙ্গীর।
দাগনভূঞা থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীরকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।