সহপাঠিকে “বস” না বলায় ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি:>>>
ফেনীর দাগনভূঞায় সহপাঠিকে“বস” না বলায় এক কিশোর আরেক কিশোরকে ছুরিকাঘাত করেছে। মঙ্গলবার রাতে শবেবরাতের নামাজ পড়তে গিয়ে সিন্দুরপুরের কৈখালী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত তানিমকে(১৩) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর শায়খ ও বাবা নয়নকে পুলিশ আটক করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, রাত ৯টার দিকে সিন্দুরপুর ইউনিয়নের কৈখালী বড় বাড়ির শহিদুল্লা মাসুদের ছেলে তানিম ও একই গ্রামের নয়নের ছেলে শায়েখ স্থানীয় মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাহির হলে তানিম তার সহপাঠি শায়েখকে “বস” না বলায় ক্ষিপ্ত হয়ে তানিমকে উপর্যপুরি ছুরিকাঘাত করে।
তানিম মাঠিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে চিকিৎসক ঢাকা মেডিকেলে প্রেরণ করে। তানিম শর্শদি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও শাইখ কৈখালী মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। এব্যাপারে তানিমের মামা বাদী হয়ে দাগনভূ্ঞা থানায় মামলা দায়ের করেছে।
কোরাইশমুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জিএস নিউজ’কে জানান, অভিযুক্ত শায়খ ও তার বাবা নয়নকে আটক করা হয়েছে।