পাড়া নিয়ে দ্বন্ধ অতঃপর ভাড়াটে দিয়ে হত্যা চেষ্টা !!
স্টাফ রির্পোটারঃ>>>>>
কুমিল্লা চৌদ্দগ্রাম থানার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামটিতে উত্তর ও দক্ষিন পাড়া নিয়ে বেশ কয়েক মাস যাবৎ দন্দ ও বাকবিতণ্ডা হয়ে আসছে।উল্লেখ্য যে উত্তর কালিকাপুরের স্থানিয় বখাটে কিছু ছেলে এসব দন্দ চালিয়ে আসছে।
এদের মধ্যে অন্যতম হচ্ছে প্রবাসী স্বপনের ছেলে সৈকত। তার নেতৃত্বে দক্ষিন পাড়ার মানুষদের মারধর সহ বিভিন্ন ভাবে হয়রানি করে থাকে।
এরই জের ধরে আজ শনিবার সকাল ১০টা ১৪গ্রাম বাজারে বাজার করে আসার সময় ভারাটে করা বখাটে ছেলেদের দিয়ে দক্ষিন কালিকাপুরের (বসন্তপুর পুর্ব পাড়া) সোহেলের ছোট ভাই ফাহিম মুন্তাচিরকে মেরে গুরুতর আহত করে।

বখাটেদের একাংশ
ঘটনাস্থলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে ফাহিমকে রক্ষা করে। পরবর্তীতে সৈকতের ও আলআামিনের সহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জনের নামে ১৪গ্রাম থানায় সাধারন ডায়রী করা হয়।

বখাটে সৈকত
স্থানীয় সূত্রে জানা যায় সৈকতের নেতৃত্বে দক্ষিন কালিকাপুরের অনেক নিরিহ মানুষ অত্যাচারের স্বীকার হয়েছে।



