বালিকার সঙ্গে অসভ্যতায় মামলা, মোরগ আটক!
স্টাফ রিপোর্টার:>>>
বালিকার সঙ্গে অসভ্যতার অপরাধে মোরগ ও তার মালিককে সস্ত্রীক আটক করেছে পুলিশ। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় এ ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ঋতিকা নামে পাঁচ বছর বয়সি বালিকাটি বাড়ির সামনে খেলছিল। এ সময় মোরগটি তাকে আক্রমণ করে। তার গালে বার বার ঠোকরাতে শুরু করে।
রক্তাক্ত অবস্থায় ঋতিকাকে তার মা পুনম কুশবাহা উদ্ধার করেন। পরে আহত ঋতিকাকে নিয়ে থানায় যান মা কুশবাহা। তারা সেই মোরগ ও তার মালিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের জানিয়েছেন, তার প্রতিবেশী পাপ্পু ও তার স্ত্রীর পোষা এই মোরগের আচার-আচরণ মোটেই সুবিধার নয়। সে বেশ কিছু দিন ধরেই তার শিশুকন্যা ঋতিকাকে জ্বলাতন করেছে। তার জ্বালায় ঋতিকা বাড়ির বাইরে বেরতে পর্যন্ত ভয় পায়।
তারা বার বার পাপ্পুদের এ নিয়ে নালিশ জানালেও কোনও ফল হয়নি। আদরের মোরগ সম্পর্কে কোনও অভিযোগ পাপ্পু ও তার স্ত্রী কানে তুলতেই রাজি নন।



