ফেনীতে প্রেমের জেরে শাশুড়ির আত্মহত্যা, জামাতা আটক
স্টাফ রির্পোটারঃ>>>
ফেনীতে পরকীয়া প্রেমের জের ধরে লায়লা বেগম (৪৫) নামে এক নারী ৫ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় সদ্য প্রবাস ফেরত জামাতাকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। রোববার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পাঠান বাড়ি সড়কে এ ঘটনা ঘটে।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) রাশেদ হক জানান, নিহত নারী পূর্ব ছাগলানাইয়া হাসনাবাদ গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী। মা-মেয়ে ফেনী শহরের পাঠান বাড়ি সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন। গত তিনদিন আগে প্রবাস থেকে মেয়ের জামাতা আসলে মেয়ের পরকীয়া প্রেমের জের ধরে পারিবারিক কলহ চলতে থাকে। এর জের ধরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে লায়লা বেগম ৫ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে বলে প্রবাসী জামাতা পুলিশকে জানান। তাৎক্ষণিক শাশুড়িকে ওই জামাতা ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মেয়ের জামাতা পুলিশ হেফাজতে রয়েছে।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) রাশেদ হক নারীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



