রাঙামাটিতে সন্ত্রাসীদের দুপক্ষের গোলাগুলিতে নিহত ৭

রাঙামাটিতে সন্ত্রাসীদের দুপক্ষের গোলাগুলি
রাঙামাটির জেলার রাজস্থলী উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে আজ বুধবার সকালে রক্তাক্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে । এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক।
তিনি সংবাদমাধ্যমকে জানান, আজ ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ‘আরাকান বিদ্রোহী’ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।
স্থানীয়রা জানান, প্রতিপক্ষের সঙ্গে আরাকান লিবারেশন পার্টির সংঘর্ষ হয়েছে। এ সময় দুপক্ষ গুলি ছোড়ে। এতে ৭ জন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
জিএসনিউজ/এমএইচএম/এমএআই