আলামত মুছতে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাজধানীর দক্ষিণ মুগদার ব্যাংক কলোনির একটি বাসায় এই ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম হাসি বেগম (২৭)। অভিযুক্ত স্বামী কমল হোসেন (৩০)। এ ঘটনায় মুগদা থানায় হত্যা মামলা করেছেন হাসির বাবা শেখ আলতাফ ঢালি। সেই মামলায় অভিযুক্ত কমল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বছরখানেক প্রেমের সম্পর্কের পর দুজন আট মাস আগে বিয়ে করেছিলেন।
তিনি স্বামী কলম হোসেনের সঙ্গে দক্ষিণ মুগদার ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওসি প্রলয় কুমার সাহা যুগান্তরকে বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেন কমল। আলামত মুছে ফেলতে স্ত্রীর লাশে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিকেলে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, নিহত হাসির শরীরের বিভিন্ন স্থানে ঝলসানো ছিল। তাঁর নেক টিসু সংগ্রহ করে প্যাথলজিতে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জিএসনিউজ/এএওয়াই



