ফেনীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩৬ পিএম, ২৩ জুন ২০১৯

সরকারি রাস্তা দাবী করে ব্যক্তি মালাকানাধীন জমির এরিয়ায় পিলার উঠিয়ে দিলেন চেয়ারম্যান কশেদুল হক বাবর ৷

জমির মালিকের অনুমতি ও কোনরুপ যোগাযোগ না করে খেলার অতিথি হয়ে এসে ফিরতী পথে এ কাজ করেন৷ গত ১৯ জুন ফেনী সদর উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের রাজাপুর ঘোনা গ্রামে ফুটবল ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর অতিথি হয়ে আসেন চেয়ারম্যান কাশেদুল হক বাবর৷ খেলা শেষে যাবার পথে মৃত আব্দুর রশিদ কন্ট্রাকটরের বাড়ির সামনের জমিতে তিনি পিলার দেখে তার লোকবলসহ তা উঠিয়ে ফেলেন৷

রাস্তার জন্য অপর দিকে জায়গা থাকলেও তিনি অবৈধভাবে অন্যের জমিকে সরকারি রাস্তার জায়গা বলেন৷ খবর পেয়ে জমির মালিকের ছেলে মনিরুল ইসলাম চেয়ারম্যান এর কাছে ফোনে কারন জানতে চান৷ চেয়ারম্যান সরকারি রাস্তার কথা বলে ,ব্যস্ততা দেখিয়ে লাইন কেটে দেয়৷ভুক্তভোগী মনিরুল ইসলাম জানান চেয়ারম্যান আমাকে বিগত কয়েক বছর সে চেয়ারম্যান হবার পর থেকে নানা কারণে বিরুদ্ধে লেগে আছেন৷

কখনো জামায়াত করি এমন সব উদ্ভট তথ্য, কথাবার্তা বলে কোণঠাসা করছেন৷ অথচ, এসবের কোন কিছুর সাথে আমার ও আমার পরিবার জড়িত না৷ আমার মরহুম পিতা ছিলেন সন্মানী ব্যক্তি ৷ একসময় আমার পিতার কাছেও আসতেন গ্রামবাসী তাদের যে কোন সমস্যা হলে৷আমার পিতার খাস জমিকে তিনি সরকারি রাস্তা বলে কেন এমন করলেন আমার সাথে বিনা যোগাযোগ না করে৷ ভুক্তি ভোগী আরো জানান তিনি শীঘ্রই আইনের আশ্রয়ে থানায় যাবেন৷

অভিযোগ আছে চেয়ারম্যানের সহযোগী স্বপন মেম্বার টাকার বিনিময়ে গ্রামবাসীর বিচার কাজে অংশ নেন৷ এলাকায় চাঁদাবাজি করা তাদের নৈমিত্তিক কাজ৷ গ্রাম বাসী তাদের মন মতো কথার অমিল হলে বিভিন্ন ভাবে দলীয় ভয়ভীতি প্রদশর্ন করে,পরিবারের উপর হুমকি হবে ভেবে অনেক প্রবাসীও তাদের অন্যায় আচরণের শিকার৷

চেয়ারম্যান বাবরের বিরুদ্ধে নারীদের উপর কু দৃষ্টি পাতেরও অভিযোগ রয়েছে, কয়েকজন নারী চেয়ারম্যান বিরুদ্ধে অভিযোগ করে বলেন চেয়ারম্যান বিভিন্ন সময় তাদেরকে  আপত্তিকর ম্যসেজের মাধ্যমে কুপ্রস্তাব দিতেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানান,চেয়ারম্যান বাবর রিকশা চড়তেও আগে কষ্ট হতো ৷ এখন সে লক্ষ টাকার প্রাইভেট কার চালিয়ে গ্রামে ত্রাস, উল্লাস করছেন৷ চেয়ারম্যানের অত্যাচারে গ্রামবাসী কোনঠাসা হয়ে পড়েছেন। ভয়ে কেউ থানায় অভিযোগ করার সাহস পান না।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই/এএওয়াই

আপনার মতামত লিখুন :