তুলে নেয়ার তিন দিনেও সন্ধান মেলেনি ছাএলীগ নেতার
পুলিশ পরিচয়ে ফেনীর সাবেক ছাএলীগ নেতা সুমনকে তুলে নেওয়ার অভিযোগ

পুলিশ পরিচয় দিয়ে ফেনী সদরের কাজীরবাগের সাবেক ছাএলীগ সাধারন সম্পাদক মোঃ ইউনুস সুমনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার তিন দিনেও কোন কোন সন্ধান পাচ্ছেনা তার স্বজনেরা। ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন সুমনের পিতা মোঃ সামসুল আলম রিপন। এই বিষয়ে পরিবারের লোকজন সুমনের সন্ধানে জেলা পুলিশ প্রশাসনের সহোযোগিতা চেয়েছেন।
নিখোঁজ সাবেক ছাএলীগের এই নেতার পিতা সামছুল আলম রিপন অভিযোগ করেন, গত ২৫ নভেম্বর সোমবার আনুমানিক সকাল ১০টার দিকে তার গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রুহিতীয়ার গ্রামের ফরাজীবাড়ি থেকে সুমনকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ জন সদস্য পরিচয় দিয়ে উঠিয়ে নিয়ে যায়। তাদের মধ্যে ৩ জন পুলিশের পোশাক পরিহিত ছিল অপর দুইজন সাদা পোশাকদারী ছিল। সামছুল আলম রিপন বলেন, তার পরিবারের লোকজন সুমনের খোঁজে ফেনী মডেল থানা, ডিবি কার্যালয়ে খোঁজ করে কোন সন্ধান পায়নি।
ফেনী জেলা পুলিশের একাধিক অফিসারের কাছে বিষয়টি জানতে চাইলে এই ব্যাপারে কোন তথ্য তাদের জানা নেই বলে জানিয়েছেন।