সোনাগাজীতে মুরগির খামারের বিষ্ঠায় হুমকির মুখে পরিবেশ

মেহরাব হোসেন মেহেদীমেহরাব হোসেন মেহেদী
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

সুজলা-সুফলা পরিবেশ বান্ধব সোনাগাজীর মাটি ও পানি আজ শিকার হচ্ছে কিছু অসাধু মুরগির খামারির খাম-খেয়ালী এবং যত্রতত্র অপরিকল্পিত খামার স্থাপনের মাধ্যমে। সোনাগাজীর অনেক পোল্ট্রি খামারের মুরগির বিষ্টায় দূষিত হচ্ছে পরিবেশ।

সরজমিন গিয়ে দেখা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে অবস্থিত ইন্জিনিয়ার জাফর উল্ল্যাহ, আবদুস সাত্তার ও মুহুরী সবুজের সহ অনেক পোল্ট্রি খামারের অবস্থা। অপরিকল্পিত গড়ে তোলা পোল্ট্রি খামারের চারপাশে মুরগির বিষ্ঠাসহ নানা আবর্জনার স্তপ। এর গন্ধে সোনাগাজীর খাল বিল ও নালার পানি দূষিত হচ্ছে, ফলে পরিবেশ যেমন বিপর্যয় হচ্ছে তেমনি বাড়ছে মশা-মছির উপদ্রব ও আশপাশে বসবাসরত প্রায় ৫ শতাধিক মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুস ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

এই নিয়ে এলাকার সচেতন ব্যক্তিরা কয়েক বার অভিযোগ দেয়ার পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না মালিক পক্ষ। যার ফলে এখন হুমকির মুখে ওই এলাকার পরিবেশ। এ বিষয়ে পোল্ট্রি খামারের পাশে বসবাসরত নাম না বলেতে ইচ্চুক এক মাস্টার বলেন, একজন শিক্ষক হিসেবে এই মুরগির খামারের পচা আবর্জনার গন্ধের কারণে ঠিকমতো ঘরে বসে ছাত্রছাত্রীর পরীক্ষার খাতা দেখতে পারছি না। পার্শ্ববর্তী গ্রামে গিয়ে পরীক্ষার কাগজ কাটতে হয়। ওই এলাকার আনোয়ার হোসেন জানান, মুরগির খামারের পচা গন্ধে ঠিকমতো ভাত খেতে পারি না, বমি হয়। পরিবেশ অধিদপ্তরের নীতিমালার তোয়াক্কা না করে ডানহাত-বামহাত করে অনুমতি নিলেও মানতেছেনা খামারের বর্জ নির্ষৃনের কোন নিয়ম। পোল্ট্রি খামারে কর্মরত শ্রমিক জাফর বলেন, খামারে কোনো মুরগি মারা গেলে মাটিতে পুতে ফেলি। মুরগির বিষ্ঠাসহ নানা আবর্জনা খামারের সামনের গর্তে ফেলি।

এ বিষয়ে অভিযুক্ত খামারের মালিক আবদুস সাত্তার মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আপনারা যা পারেন তা লেখেন, তুচ্ছ তাচ্ছিল করে আরো বলেন এমন অপকর্মের জন্য অনুমতি নিয়েছি। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, স্বাস্থ্যসম্মত খামার করার জন্য পরামর্শ দিচ্ছি। যারা অস্বাস্থ্যকর পরিবেশে খামার করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে গত শনিবার উপজেলা স্বাস্থ্য ও সেনেটারি ইন্সেপেক্টর জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, কোন খামারী যদি গায়ের জোরে এমন কথা বলে তা হলেতো করার কিছু নেই।

আপনার মতামত লিখুন :