বিজয় দিবস উপলক্ষে ফেনীর সোনাগাজীতে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
ফেনীর সোনাগাজীতে বগাদানা ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার বিকাল ৫ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড.এম. কামরুল আনাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী পৌরমেয়র রফিকুল ইসলাম খোকন। এসময় আরো উপস্থিত ছিলেন, বগাদানা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগ যুগ্ন সম্পাদক জামাল উদ্দিন, ইউনিয়ন সহ-সভাপতি মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মানিক, কাজিরহাট বঙ্গবন্ধু পরিষদ এর সাংগঠনিক সম্পাদক রফিক আলম প্রমুখ। এসময় বগাদানা ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা দের সংবর্ধনা দেওয়া হয়। বগাদানা ইউনিয়ন চেয়ারম্যান ক.খ.ম. ইসহাক খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল আনাম বলেন, একাত্তরের এই দিনে অর্জিত বিজয় একদিনে অর্জিত হয়নি। এই দিনের জন্য প্রান দিয়েছেন লক্ষ মানুষ এবং সম্ভ্রম হারিয়েছেন ২ লক্ষ মা-বোন। সুতরাং এই অর্জন কে আমাদের রক্ষা করতে হবে। দেশে মুক্তিযুদ্ধ বিরোধীদের নানান ষডযন্ত্র এখনো দেখা যায়। আমাদের তাদের রুখে দিতে হবে। স্বাধীনতার পর একমাত্র আওয়ামীলীগই স্বাধীনতার অর্জনে ভুমিকা রাখা মুক্তিযোদ্ধা দের খেতাব ও সম্মান দিচ্ছে। আমরা যতদিন বাচবো তাদের সম্মান করবো। আমরা আজো সম্মান দিচ্ছি ভবিষ্যতে ও দেবো। যা অতিতে কোনো দিন দেওয়া হয়নি।


