ফেনীতে অগ্নিদগ্ধ নুসরাত হত্যার প্রতিবাদে সচেতন শিক্ষার্থীবৃন্দের মানবন্ধন

ফেনীতে অগ্নিদগ্ধ নুসরাত হত্যার প্রতিবাদে সচেতন শিক্ষার্থীবৃন্দের মানবন্ধন
ফেনীর সোনাগাজী উপজেলার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি পুড়িয়ে হত্যার প্রতিবাদে ফেনীতে মানবন্ধন করেছে ফেনীর সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যনারে ফেনীর শিক্ষার্থীরা ।
আজ বৃহস্পতিবার (১১এপ্রিল) সকালে ফেনীর কেন্দ্রীয় শহিদমিনার এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সচেতন শিক্ষার্থী,ফেনী ব্যানারে মঈনুদ্দিন সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের ভিপি তোফায়েল আহম্মদ তপু, সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবিন, সাইফুদ্দিন রাশেদ, নাজিমুদ্দিন জিকু, নুরনবী হাসান সহ বিভিন্নরছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।মানববন্ধনে হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসি দাবী করেন।
জিএসনিউজ/এমইচএম/এমএআই