ক্ষোভ আর বেদনায় স্তব্ধ ফেনীর মানুষ

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৮ পিএম, ১১ এপ্রিল ২০১৯

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার রাতে মারা যায় ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি। তার মৃত্যুর সংবাদে  ক্ষোভ আর বেদনার স্তব্দ ফেনীর মানুষ। রাফির গ্রামের বাড়ি সোনাগাজী পৌর এলাকার উত্তর চরচান্দিয়াতে তার স্বজনদের আহাজারীতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

বুধবার (১০ এপিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা শহরসহ সোনাগাজীতে র‍্যাব-পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকশ সদস্য মোতায়েন করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন বলেন, ‘উত্তর চরচান্দিয়া গ্রামের ছোট মৌলভীর বাড়িতে ৮৮ বছর বয়সী নুসারতের দাদা মোশাররফ হোসেন ঘটনা পর থেকে ভয়ে বাকরুদ্ধ হয়ে আছেন। নুসরাতের মৃত্যুর খবর তাকে দেওয়া হয়নি। আগে থেকেই পাথর হয়ে রয়েছেন তিনি। অন্যদিকে  বোনকে হারিয়ে শোকে বিলাপ করে কাঁদছেন বাড়ির আঙ্গীনায়  চাচাতো ভাই বাসেত মিঞা। কিছুতেই তার থামানো যাচ্ছে না তার বিলাপ। যেন পাগল প্রায় হয়ে গেছেন তিনি।’

সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন মুঠোফোনে রাফি মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘এই নির্মম হত্যাকাণ্ডে আমরা সোনাগাজীবাসীর মনে  ক্ষোভের আগুনে জ্বলছে।  এই ধরনের হত্যাকাণ্ড আমরা কোনো ভাবেই মেনে নিতে প্রস্তত নই। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।’

সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন লিপ্টন মুঠো ফোনে জানান, ‘রাফিকে যারা এই পৈশাচিক কায়দায় হত্যা করেছে আমরা তাদের বিচার ছাড়া এক মিনিটও স্বস্তিতে থাকতে পারি না।  হত্যাকারীরা রাফিকেই শুধু হত্যা করেনি, আমাদের ও আমাদের সন্তানদের হত্যা করেছে। এই হত্যাকাণ্ড ফেনী তথা  সোনাগাজিবাসী মেনে নেবে না।’

ফেনীর প্রবীণ রাজনৈতিক ও তিন বারের সাবেক এমপি এবিএম তালেব আলী বলেন, ‘আমরা এলাকায় এই রকম ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সংবাদ শুনবো তা কখনও চিন্তাও করিনি। রাজনৈতিক জীবনের শুরু থেকে আমরা মানুষকে বাঁচানোর রাজনীতি করেছি। ধর্ষণ, নারী নির্যাতনের শিকার হয়ে আমাদের প্রজন্মকে আগুনে পুড়ে মরতে হবে এমন বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। এর বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘নুসরাতের মৃত্যুতে আমরা শোকাহত। তার হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে আমরা সাধ্যের মধ্যে কাজ করছি। তার মৃত্যুকে ঘিরে যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতি না হয় তা সামাল দিতে মাঠে সতর্ক রয়েছে প্রশাসন।’

এখন পর্যন্ত পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১১ এপ্রিল) তাকে দাফন করা হবে। বাদ আসর সোনাগাজী সাবের ফাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

প্রসঙ্গত, নুসরাত জাহান রাফি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এর আগে তাকে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ উঠে। এ অভিযোগে নুসরাতের মাশিরিন আক্তার বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। এরপর অধ্যক্ষকে আটক করে পুলিশ। মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে নুসরাতের পরিবারতে হুমকি দেওয়া হচ্ছিল।

গত ৬ এপ্রিল সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় নুসরাত। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। তাকে মামলা তুলে নেওয়া কথা বলে ভয় দেখানো হয়। পরে সেখানে বোরকা পরিহিত ৪/৫ ব্যক্তি নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখান প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

সোমবার (৮ এপ্রিল) দগ্ধ মাদ্রাসাছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঢামেকের ডাক্তাররা জানান, নাজুক শারীরিক অবস্থার কারণে তাকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব না। শনিবার রাতে অবস্থার আরও অবনতি ঘটলে নুসরাত মারা যায়।

পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনার তিনদিন পর থানায় মামলা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকালে সোনাগাজী মডেল থানায় মামলাটি করেন ভিকটিমের বড় ভাই মাহমুদুল হাসান। মামলায় মুখোশধারী চারজন এবং তাদের সহযোগীদের আসামি করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রধান আসামী অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ এ পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জিএসনিউজ/এএওয়াই

আপনার মতামত লিখুন :