ফের সোনাগাজীতে ছাত্রকে পুড়িয়ে হত্যার চেষ্টা
ফেনীর সোনাগাজীতে এবার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র আবু ছালেহ মীম(২১)কে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ১০ এপ্রিল রাতে পৌরসভাস্থ চর গনেশ গ্রামে তার নিজ বাড়ীর সামনে এ ঘটনা ঘটে ।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী হাসপাতালে ভর্তি করা হয়, রাতেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সে উপজেলা আ.লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। এ ঘটনায় ১১এপ্রিল সকালে আহত ওই ছাত্রের পিতা বাদি হয়ে অজ্ঞাত ৩ মুখোশধারী উল্লেখ করে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন।
মুক্তিযোদ্ধা আবুল কালাম জানান, ওইসময় চা দোকানে যাওয়ার উদ্দেশ্যে মীম বাসা থেকে বের হয়ে বাড়ীর দরজায় যাওয়া মাত্রই তিন মুখোশধারী তার হাত-পা বেধে গায়ে কেরোসিন ঢেলে দেয়। আগুন দেখে চিৎকার করলে অজ্ঞাত মুখোশধারীরা তার মুখের ভেতর কেরোসিন ঢেলে দেয়। তার আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে অসলে অজ্ঞাত মুখোশধারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, মীমের বুকে, গলায় থেতলানো জখম রয়েছে। কেরোসিনের গন্ধে তার মারাত্বক শ্বাসকষ্ট হচ্ছে। প্রত্যক্ষদর্শী মো. রাসেদ জানান, ওই তিন মুখোশধারী হাত-পা বাঁধার সময় মীমকে বলেছে তোর বাবা বেড়ে গেছে । তাকে বলে দিস।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন জাানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত চলছে। প্রসঙ্গত, গত ৬এপ্রিল সোনাগাজী ফাজিল মাদ্রাসায় নুসরাত জাহান রাফিকে দাহ্য পদার্থ্য ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা । গতকাল ১০এপ্রিল রাত ৯টায় ঢাকা মেডিকেল হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জিএসনিউজ/এএওয়াই



