ফেনীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

ফেনীর দাগনভুঁইয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো দুইজন।
শুক্রবার (১২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ফেনীর দাগনভুইয়া উপজেলা মাতুভুইয়া ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় ডাকাতি করতে গেলে ৫ জনকে গনপিটুনি দেয় এলাকাবাসী।
এলাকাবাসী জানান, বাগেরহাট এলাকার একটি বাড়িতে ডাকাতি করে অন্য বাড়িতে ডাকাতি করতে গেলে জনগণ ডাক-চিৎকার শুরু করেন। মানুষের চিৎকারে চারিদিক থেকে মানুষ জড়ো হয়ে ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দুইজন এবং আরও দুইজনকে মুমূর্ষু অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
নিহতরা হলেন- ভোলার চর ফ্যাশন উপজেলার জসিম উদ্দিনের ছেলে মো. সোহাগ। বাকি দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি। এছাড়া মনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন গুরুতর আহত আছেন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাগনভূঞা থানার ওসি সালেহ আহমেদ পাঠান গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডাকাতি করতে গেলে গণপিটুনিতে আহত হয় ৫ ডাকাত। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের জানান, গুরুতর আহত আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জিএসনিউজ/এমএইচএম/এমএআই