স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন নুসরাত হত্যার ‘মূল পরিকল্পক’
ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হাফেজ আবদুল কাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন। তাঁকে আজ বৃহস্পতিবার বেলা ১টা ৩০ মিনিটে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরাফ উদ্দিন আহমদের আদালতে হাজির করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর মিরপুরের পীরেরবাগ ছাপড়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাদিরকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতার কাদির সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।
এদিকে বৃহস্পতিবার বিকেলে ওই আদালতে তার জবানবন্দি রেকর্ড করা শুরু হবে বলে আদালত সূত্রে জানা গেছে। নুসরাত হত্যা মামলায় এরইমধ্যে যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাদের কথায় উঠে এসেছে- আব্দুল কাদির ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজদৌল্লার পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ওই তিনজনের স্বীকারোক্তিতে আরও বলা হয়- আব্দুল কাদির কারাগারে অধ্যক্ষ সিরাজদৌল্লার সঙ্গে সাক্ষাৎ করেন, হত্যাকাণ্ডের দুদিন আগে, অর্থাৎ ৪ এপ্রিল সকালে ও রাতে হত্যা পরিকল্পনায় অংশ নেন। এমনকি তিনি মাদরাসাটির পশ্চিম হোস্টেলের যে কক্ষটিতে থাকতেই সেখানেই হত্যা পরিকল্পনার বৈঠক হয়। যে ১২ জন ওই বৈঠকে উপস্থিত ছিলেন তাদের মূল পরিকল্পকের ভূমিকা পালন করেন আব্দুল কাদির। তার নির্দেশ ও পরিকল্পনা মোতাবেকই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
সোনাগাজীতে এখনো মানববন্ধন চলছে। আজ বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনটি সোনাগাজীতে নুসরাত হত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে।
জিএসনিউজ/এএওয়াই



