সোনাগাজীতে বসতভিটা রক্ষায় স্থানীয় সাংসদের সহযোগীতা চান ২ অসহায় নারী

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মদপুর গ্রামের মুনাফ কারিগর বাড়ীর  দুই ভিক্ষুকের ৭ শতক বসতভিটা দখলে নেয়ার পায়তারা করছে স্থানীয় প্রভাবশালী ভুমিদস্যুরা ।

 

সরজমিনে জানা গেছে , পঞ্চায়েত কমিটির একাধিক বৈঠকে সুরাহা হলেও মানতে নারাজ ভুমিদস্যুরা । বৈঠকে ওই ৭শতক ভুমির মালিকানা স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি বলে জানানন পঞ্চায়েত কমিটির সভাপতি- নুরুল ইসলাম ।

 

থানায় অভিযোগ দেয়ার পর টাকার বিনিময়ে সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ম্যানেজ করে দখলে নেয় ভুমিদস্যুরা ।

তবে ওই বসতভিটায় দখলে থাকা সাহাবুদ্দিন বলেন , এটা আমার পিতার ক্রয়কৃত ভুমি । ২০০১ সালে বন্টননামা অনুযায়ী পরিমাপ হয় । তখন থেকেই আমরা দখলে আছি ।

নিরুপায় হয়ে স্থানীয় সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় দুই নারী ।

 

 

আপনার মতামত লিখুন :