শপথ নিলেন ২৭ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা

শপথ নিলেন ২৭ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী চট্টগ্রাম বিভাগের ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীসহ মোট ২৭টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সভাকক্ষে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।
শপথবাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্ত্তী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও নোয়াখালী জেলা প্রশাসেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।