‘রেলসেবা’ অ্যাপ চালু, মিলবে ট্রেনের ৫০ শতাংশ টিকিট

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৩ এএম, ৩০ এপ্রিল ২০১৯

ট্রেনের টিকিট কাটার জন্য ঘণ্টার পর ঘণ্টার আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না যাত্রীদের। মুহূর্তে ট্রেনের টিকিট পেতে চালু হলো ‘রেলসেবা’ মোবাইল অ্যাপ।
রোববার কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন নিজে এই অ্যাপ থেকে টিকিট কেটে সেবাটির উদ্বোধন করেন।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক কাজী রফিকুল আলমসহ রেলওয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়,  আগে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১০ শতাংশ টিকেট পাওয়া গেলেও এখন থেকে ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে অ্যাপের মাধ্যমে। টিকিটের দাম পরিশোধ করা যাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও। মোবাইল অ্যাপটি তৈরির ক্ষেত্রে নিরাপত্তা ইস্যু অন্তর্ভুক্ত করে মোবাইল অ্যাপটি ডিজাইন করা হয়েছে। প্রযুক্তির এ ব্যবহারে ট্রেনের সেবাকে আরও সহজ করবে। একই সঙ্গে রেলওয়ে সাধারণ যাত্রীদের মন্তব্য ও সেবার গ্রহণযোগ্যতা জানা যাবে।

জিএসনিউজ/এএওয়াই

আপনার মতামত লিখুন :