জোরদার করা হচ্ছে বগাদানা ইউনিয়নের সব কয়টি কমিউনিটি ক্লিনিক

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৫ এএম, ২৫ জুন ২০১৯

কমিউনিটি ক্লিনিক পরিচালনার লক্ষ্যে গত মঙ্গলবার বগাদানা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান এবং বগাদানা ইউনিয়ন কমিউনিটি হেলথ ক্লিনিকের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশন প্ল্যানে কমিউনিটি ক্লিনিক কেন্দ্রিক বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কার্যক্রমসমূহের মধ্যে রয়েছে জনবল বৃদ্ধি, ক্লিনিকে মাদার্স ক্লাব গঠন, বৈদ্যুতিক সংযোগ স্থাপন, ক্লিনিক সুরক্ষায় চারপাশে প্রাচীর নির্মান।

জনবল স্থায়ীকরণ ও নতুন নিয়োগ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে হেলথ আউটকাম পরিমাপ, মাঠপর্যায়ে কার্যকর মনিটরিং ও সুপারভিশন জোরদারকরণ করা হবে। আর জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতকরণ। ইউনিয়নের সব কয়টি কমিউনিটি ক্লিনিকে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ‘স্বাভাবিক ডেলিভারি’ ব্যবস্থা সম্প্রসারণ করতে যাচ্ছে সরকার।

কমিউনিটি ক্লিনিকের কর্মকান্ড আরও গতিশীল ও মানসম্মত করে তুলতে ইউনিয়নের সকলের সহযোগিতা কামনা করে বগাদানা ইউপি চেয়ারম্যান ক.খ.ম ইসহাক খোকন বলেন, ক্লিনিকের ভালোভাবে সুফল ভোগ করবে ইউনিয়নের সাধারণ মানুষ। বাড়ির পাশেই বিনামূল্যে মিলছে স্বাস্থ্যসেবা। কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাপ্রসূত একটি অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম যা বর্তমান সরকারের সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত, দেশে-বিদেশে নন্দিত। এ কার্যক্রমের মাধ্যমে আমার ইউনিয়নের দরিদ্র ও সুবিধাবঞ্চিতরা কমিউনিটি ক্লিনিক হতে সমন্বিত স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা ও পুষ্টি সেবা পাচ্ছেন।

আপনার মতামত লিখুন :