সোনাগাজীতে এক রাতে রহস্যজনক ৪টি গরু চুরি

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯

ফেনীর সোনাগাজীর আহাম্মদপুর  থেকে গত ১৪ই ডিসেম্বর  রাতে একই বাড়ী থেকে ৪টি  গরু  চুরি করেছে দুর্বৃত্তরা।
খামার মালিক সূত্র জানায়, সোনাগাজী উপজেলার আমিরাবাদ  ইউনিয়নের হাজী কোরবান অলীর বাড়ি থেকে গত ১৪ তারিখ রাতে চোরের দল একই বাড়ী থেকে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে।

আহাম্মদপুর এলাকার খামারি আবুল কালাম এর ২টি, আবদুস সালাম এর ১টি এবং আবুল বাশার এর ১টি গরু চুরি হয়েছে। এর মধ্যে আবুল কালাম এর ২টি গাভী গরু ছিলো। এলাকা বাসী সূত্রে জানা যায় গরু চুরি হওয়া খামারিদের সবাই ভাই ।

আহাম্মদপুর এলাকা বাসী মনে করে গরু চুরির ঘটনাটি একটি রহস্য জনক। তবে এ ব্যপারে থানায় কোন অভিযোগ করা হয়নি ।

সোনাগাজী থানার ওসি জিএস নিউজকে বলে খামারিদের পক্ষ থেকে অভিযোগ করলে পুলিশ এ ঘটনায় ব্যবস্থা নিবে। সোনাগাজী থানার ওসি আরো জানান পুলিশ এ ব্যপারে সতর্ক রয়েছে।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :