সোনাগাজীতে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২০

সোনাগাজীর বগাদানা ইউনিয়ন পরিষদের আয়োজনে পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বগাদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক খোকনের সভাপতিত্বে ও পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশেদা বেগমের সঞ্চালনায় আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, সোনাগাজী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী হানিফ প্রমুখ।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :