ফেনী সেন্ট্রাল পাবলিক স্কুলে পিঠা উৎসব
ফেনী সেন্ট্রাল পাবলিক স্কুলের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বর্ণিল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন। স্কুলের উপাধ্যক্ষ জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম ও ফেনী পৌরসভার কাউন্সিলর সিরাজুল ইসলাম পাটোয়ারী।
স্কুলের পরিচালক সাজ্জাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন গ্রান্ড হক টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহিদান, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞাসহ স্কুলের পরিচালক, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে বিভিন্ন পিঠা-পুলির ১৬টি স্টল অংশ নেয়। অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিককী উপলক্ষে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি অতিথিদের উপহার দেয়া হয়।



