নিখোঁজের ৪ দিন পর সোনাগাজীর সুজনের লাশ মিললো ছাগলনাইয়ায়

আদালতে হাজিরা দিতে এসে নিখোঁজ

ফেনী প্রতিনিধিফেনী প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১১ এএম, ০২ মার্চ ২০২০
মাহফুজ আলম সুজন

ফেনীর আদালতে হাজিরা দিতে এসে নিখোঁজ হয় সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চরকৃষ্ণজয় গ্রামের মাহফুজ আলম সুজন। থানায় সাধারণ ডায়েরীও করেন মা। নিখোঁজের চারদিন পর গুলিবিদ্ধ লাশ মিললো ছাগলনাইয়ায়। পুলিশের ভাষ্য, দু’দল ডাকাতের গোলাগুলিতে সুজন নিহত হয়। অস্ত্র ও ডাকাতিসহ ৫ মামলার আসামী সুজন।

নিহতের মা ফুলরা বেগম জানান, বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে এসে নিখোঁজ হয় চরকৃষ্ণজয় গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সুজন (২৮)। পরদিন শুক্রবার তিনি বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন।

এদিকে পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর আঁধার মানিক গ্রামে দুটি ডাকাত দলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ওই এলাকায় ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক, দুটি গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করেছে।

ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, রাতে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবক মারা যান।

ছাগলনাইয়ায় থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় পৃথক মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে সোনাগাজী উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামে গোলাগুলির ঘটনায় দুই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আপনার মতামত লিখুন :