গণজমায়েত করে মাস্ক-স্যানিটাইজার বিতরণ

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২২ পিএম, ২৪ মার্চ ২০২০

নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার সব ধরণের গণজমায়েত নিষিদ্ধ করে মানুষের চলাচল সীমিত করতে বাড়িতে থাকতে বলেছেন। সেখানে সোনাগীজীর পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন গণজমায়েত করে স্যানিটাইজার বিতরন করেছেন।

বিশ্ব স্বাথ্য সংস্থা তথ্য মতে, অসুস্থতায় আশপাশের বাতাসেও জীবাণু মিশে ছড়িয়ে পড়ে তাই অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রেখে চলাচল করে জনসমাগম ঘটানো থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে পৌরসভার হল রুমে সভা শেষে সোনাগাজীর জিরো পয়েন্টে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচি পালন করে পৌর মেয়র। এসময় উপজেলা স্বাথ্য কর্মকর্তা ডা. উৎপল দাস উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল দাস বক্তব্যে বলেন, ৫ জনের বেশি লোক কোন জায়গায় একত্রিত হওয়া যাবে নাহ এবং বিদেশ ফিরত প্রবাসী বাংলাদেশীদের বাধ্যতা মূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তিনি আরো বলেন, ৩ ফুট দূরত্ব বজায় রেখে চলা ফেলা করতে হবে।

সরেজমিনে দেখা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পৌরসভার হল রুমে সভা শেষে সোনাগাজী জিরো পয়েন্টে গণজমায়েত করে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন। এসময়, বিপুল সংখ্যক মানুষ একত্রিত হওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং মানুষকে জাপটাজাপটি করে বিতরণের জিনিস নিতে দেখা যায়।

বিতরণের এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস, সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো: নূরনবী, পৌর আ.লীগের সভাপতি সেলিম পাটোয়ারি, সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, মুক্তিযোদ্ধা আবু্ল কালাম মিয়া, পৌর সচিব খান মোহাম্মদ ফরহাদ সহ পৌর কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

কাউন্সিলর নুরনবী লিটন বলেন, বৃহৎ জনস্বার্থে সরকার গণজমায়েত নিষিদ্ধ করেছে। অথচ নিজের প্রচারের জন্য ৫০ টাকার জিনিস দিয়ে গণজমায়েত সৃষ্টি করে মেয়র খোকন সাধারন মানুষকে বিপদের মুখে ঢেলে দিচ্ছে।

সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সমাজকর্মী সৈয়দ মনির আহমেদ বলেন, মেয়র খোকনের এহেন কর্মকান্ড সম্পূর্ণ সস্তা রাজনীতি। ফেইজবুকে প্রচারের লক্ষ্যে করোনা সমস্যাকে পুঁজি করে গণজমায়েত সৃষ্টি করে বাহ্ বাহ্ নেওয়ার চেষ্টা করছে। তার এমন কর্মকান্ড সাধারন মানুষের ক্ষতি ছাড়া কোন উপকার হবে না বলে আমি মনে করি। সোনাগাজীর সচেতন মহল তার এমন কর্মকান্ডকে বিবেকহীন ও দায়িত্বহীনতার কাজ বলে মনে করছে।

মানিক মিয়া প্লাজার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, গণজমায়েতে আগত ব্যক্তিদের যেকেউ করোনায় আক্রান্ত থাকতে পারে। এদের একজন যদি আক্রান্ত থাকে তবে গণজমায়েতের ফলে আশে পাশের সকলেই আক্রান্ত হতে পারে।

এ বিষয়ে মেয়রের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে, তিনি বলেন মানবতার সেবা যদি অপরাধ হয়ে থাকে আপনারা সেটা লিখতে পারেন।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :