আইন অমান্য করে দোকানখোলা রাখায় জরিমানা

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৬ পিএম, ১৯ এপ্রিল ২০২০

বাগেরহাটের মোংলায় সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে পাঁচ দোকান মালিক এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করায় দুই ব্যক্তি জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে পৌর শহরের প্রধান বাজারে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশীর ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।

জানা যায়, বর্তমানে জরুরি পরিষেবার দোকান ছাড়া বাকি সব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা রয়েছে সরকারের তরফে। তারপরও মোংলার কিছু ব্যবসায়ী সেটি মানছে না। তারা প্রতিনিয়ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছে। এতে জনসমাগম হচ্ছে। ফলে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছে কেউ কেউ।

এমন অভিযোগে আজ দুপুরে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে নির্মাণ সামগ্রীর দোকান মালিক নুরুল আমিন ও মাহাতাব স্টোরের মালিককে ২০ হাজার টাকা, বুলবুল স্টোরের মালিককে ৩ হাজার ১০০ টাকা, আরিফ গার্মেন্টসের মালিককে ৭০০ টাকা এবং রেড রোজ টেইলার্সের মালিককে ২০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিক, অযথা বাইরে ঘোরাফেরা করার দায়ে এক পথচারীকে ৫০০ টাকা ও এক মোটরসাইকেল চালককে ৯০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন নৌবাহিনীর সদস্যরা। এ সময় মোংলা নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, করোনার বিধি-নিষেধ উপেক্ষা করে যেসব ব্যক্তি প্রতিষ্ঠান খোলা রাখবেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :