নীরবে জনসেবায় কাজ করছে ইউপি চেয়ারম্যান খোকন

সোনাগাজী উপজেলার বগাদানা ইউপি চেয়ারম্যান কখম ইসহাক খোকন, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী মহামারী আকারে বিস্তার লাভ করা মরণব্যাধি করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে সামাজিক সচেতনতা মুলক মাইকিং, লিফলেট বিতরণ, হ্যাণ্ড স্যানিটাইজার, গ্লাবস ও মাস্ক সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। ইউনিয়নের রাস্তাঘাট জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে ছিটিনোর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
করোনার পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, প্রবাসী পরিবার ও হতদরিদ্র মানুষজনকে সরকারি বেসরকারি সাহায্য ছাড়াও নিজের অর্থায়নে চাউল, ডাল, আলু, তৈল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন। মধ্যবিত্ত শ্রেণীর লোকদের নামপরিচয় গোপন রেখে বাড়ীতে বাড়ীতে গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন।
খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান কখম ইসহাক খোকন
ইসহাক খোকন বলেন- আমার দায়বদ্ধতা ও প্রিয়নেতা নিজাম উদ্দিন হাজারীর দিক নির্দেশনায় যতদিন পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন পর্যন্ত সরকারি সাহায্য ছাড়াও আমার নিজস্ব অর্থায়নে জনগণের জন্য সার্বিক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে নিরন্তর। দেশের এই ক্রান্তিলগ্নে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার ইউনিয়নবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান রয়েছে।
খাদ্য সামগ্রী উপহার হিসেবে পেয়ে নাম প্রকাশ না করার শর্তে বলেন, সত্যিকারের মানবসেবা করে যাচ্ছেন সুশিক্ষিত ও সুযোগ্য চেয়ারম্যান বগাদানাবাসীর পরিক্ষিত আপনজন ইসহাক খোকন।