সোনাগাজীতে বিনামুল্যে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতারা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৮ পিএম, ২০ এপ্রিল ২০২০
উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরী

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় সোনাগাজীতেও বিনামুল্যে কৃষকের পাকা ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতারা।

জানা যায়, উপজেলার চর দরবেশ ইউনিয়নের কৃষক সাহাবুদ্দিন এর প্রায় এক একর জমির পাকা ধান কাটার উপযোগি হয়েছে। কিন্তু দুর্যোগ মুহুর্তে কাটার সামর্থ্য নেই কৃষক সাহাবুদ্দিনের।

ছবিতে ধান কাটছে ছাত্রলীগ কর্মীরা

খবর পেয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরী, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মীর এমরান, চর দরবেশ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নুর আলম ও সাধারন সম্পাদক- আমির হোসেনের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের ৩০জন ছাত্রলীগ নেতাকর্মী কৃষকের সম্মতিক্রমে ধান কাটা শুরু করেন।

সোমবার সকালে উক্ত ধান কাটা কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক- ও চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো।

উপকারভোগী কৃষক সাহাবুদ্দিন  বলেন, দুর্যোগকালীন সময়ে ছাত্রলীগের এমন কাজ দেখে সত্যিই আমি আনন্দিত,আত্মহারা, অভিভুত। আমি তাদের জন্য দোয়া করেছি আল্লাহ যেন তাদেরকে দেশ ও দেশের জনগনের সেবা করার সুযোগে দেয়।

উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সকল কৃষকের ধান ঘরে উঠা পর্যন্ত আমরা কৃষকের সাথে মাঠে থাকবো।

এদিকে দুপুরে উপজেলা ছাত্রলীগের এ কর্মসুচিতে যোগদেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ ও জাবেদ হায়দার জর্জ।

ফেনী জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাবেদ হায়দার জর্জ বলেন, কেন্দ্রিয় নির্দেশনা অনুযায়ী কৃষকদের সহযোগীতা করার জন্য জেলার সকল ইউনিটের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে আজ সকালে, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলার প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা বলেন, ‘আমার ছাত্রলীগের ছেলেরা করোনা দূর্যোগে এগিয়ে এসেছে। তারা কৃষকের ধান কেটে সহযোগীতা করছে। নিজেরা ফর্মূলা নিয়ে হ্যান্ড স্যানিটাইজার বানিয়েছে এবং বিতরণ করেছে।”

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :