ভাড়াটিয়াদের বের করে দেয়া সেই বাড়ির মালিক কারাগারে
ভাড়াটিয়াকে ঝড়ের রাতে বাসা থেকে বের করে দেয়ার মামলায় বাড়ির মালিক শম্পাকে কারাগারে পাঠানো হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তারের পর রাতে তাকে কলাবাগান থানায় হস্তান্তর করেছিল র্যাব।
সকালে বাড়ির মালিক শম্পাকে তোলা হয় আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে কলাবাগান থানা পুলিশ। তবে আবেদন খারিজ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
এক মাসের ভাড়া দিতে না পারায় সম্প্রতি এক ঝড়ের রাতে শিশুসহ দম্পতিকে বাসা থেকে বের করে দেয় ওই বাড়ির মালিক। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে বাড়ির মালিক শম্পাকে গ্রেপ্তার করে র্যাব।
জিএসনিউজ/এমএইচএম/এএএন



