সাংবাদিক মেহেদীর স্মার্টফোন হারিয়ে যাওয়ায় থানায় জিডি

অনলাইন নিউজ পোর্টাল জিএস নিউজের সম্পাদক ও সাপ্তাহিক শমসের নগরের বার্তা সম্পাদক মেহরাব হোসেন মেহেদীর ব্যবহৃত স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ থার্টি মডেলের একটি মোবাইল ২৪ এপ্রিল (শুক্রবার) রাতে হারিয়ে যায়। সাংবাদিক মেহেদী শুক্রবার রাতে ফেনী মডেল থানায় জিডি দায়ের করেন, জিডি নং-৯০৭।
থানায় দায়েরকৃত জিডিতে তিনি উল্লেখ করেন, আমার নিজের ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এ থার্টি (Samsung Galaxy A30) মোবাইলটি গত ২৪ এপ্রিল (শুক্রবার) রাত ০৭ টায় ট্রাংক রোড থেকে হকার্স মার্কেট (রেলক্রসিং) রিক্সায় যাওয়ার পথে হারিয়ে যায়। অনেক খুঁজাখুঁজি করে পাইনি। যাহার মোবাইল নাম্বার ছিলঃ ০১৯৭৫৩০৯০০১, আইএমইআই নাম্বার ছিলঃ ৩৫৮০৮৪১০২৮৫৮৭৪৫।
উল্লেখ্য হারানো মোবাইল ফোনটিতে তাহার ইমেইল, ফেইসবুক ও টুইটার আইডি লগইন করা ছিল। তাই তাহার অতীব প্রয়োজনীয় হারানো মোবাইল ফোনটি ফিরে পেতে পুলিশের সহায়তায় চেয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানিয়েছেন।