সোনাগাজী রিপোর্টার্স ইউনিটি কমিটি গঠিত: বাহার- সভাপতি, সজীব- সম্পাদক

সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটিতে বাহার উল্লাহ বাহার- সভাপতি: দৈনিক আমাদের নতুন সময়। সহসভাপতি: আফতাব হোসেন মমিন ভূঞা, দৈনিক প্রভাতি খবর। শহীদুল ইসলাম- সহসভাপতি: দৈনিক সকালের সময়। জহিরুল হক খান সজিব- সাধারন সম্পাদক: দৈনিক তৃতীয় মাত্রা, ফেনী জেলা প্রতিনিধি। মহিউদ্দিন খোকন- যুগ্ন সম্পাদক: দৈনিক একুশে সংবাদ, ফেনী ব্যুরো প্রধান।
আবদুর রহিম – দপ্তর সম্পাদক: হাজারিকা প্রতিদিন / দেশের গর্জন। কোষাধ্যক্ষ – গিয়াস উদ্দিন আল মামুন, দৈনিক আলোকিত সময়, দৈনিক দেশ বার্তা।
নির্বাহী সদস্য : ১. মোঃ ওবায়দুল হক, সাপ্তাহিক জনপ্রিয়। ২. গাজী মোহাম্মদ হানিফ, সাপ্তাহিক ফেনীর ডাক, ৩. মোঃ ছালাহ্ উদ্দীন, দৈনিক খবরপত্র / ফেনীর রবি।
জিএসনিউজ/এমএইচএম/এএএন