২২ ভাগ গরিব ও ৩০ ভাগ কর্মহীনকে তিন মাস সহায়তা দিতে হবে: পলক

জেলা প্রতিনিধিজেলা প্রতিনিধি, ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৯ এএম, ২৬ এপ্রিল ২০২০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমিত সম্পদ নিয়ে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি থেকে দেশের মানুষের উত্তরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একাজে সরকারের সঙ্গে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সহায়তা সমন্বিত করে করোনার মতো যে কোনও পরিস্থিতি মোকাবেলা করা অসম্ভব নয়।’

দেশে করোনা ভাইরাস সংক্রমণের ৪০ দিন পার হয়েছে, আগামী ৪০ দিন গেলে নিরাপদ জায়গায় যাওয়ার আশা প্রকাশ করে পলক আরও বলেন, ‘আগামী তিন মাস দেশের ২২ ভাগ দরিদ্র জনগোষ্ঠি এবং ৩০ ভাগ কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তা দিতে হবে।’ এক্ষেত্রে সংশ্লিষ্টদের ডাটাবেজ তৈরি করে কিউআর কোড ব্যবহারের তাগিদ দেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম এবং আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী এসময় বলেন, ‘ডাটাবেজ তৈরির পর কিউআর কোড ব্যবহার করলে ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু করা সম্ভব। একাজে আইসিটি বিভাগ প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত।’

করোনা চিকিৎসার পাশাপাশি হাসপাতালগুলোতে দেশের আপামর জনগণের চিকিৎসা সেবা চালু রাখার তাগিদ দিয়ে পলক বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত নীতিমালার আলোকে সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা সংক্রান্ত একটি পাবলিক প্রেসক্রিপশন থাকলে সাধারণ স্বাস্থ্য সেবা প্রত্যাশীরা বর্তমান পরিস্থিতিতে উপকৃত হবেন।’

এসময় করোনা যাওয়ার পরের পরিস্থিতি মোকাবিলার কৌশল বলতে গিয়ে পলক বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ উত্তর পরিস্থিতি মোকাবেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্বাস্থ্যসহ অত্যাবশ্যকীয় বিষয়গুলোর চাহিদা নিরূপণ ও করণীয় সমন্বয়ে একটি কৌশলপত্র প্রণয়ন করা যেতে পারে।’

জেলা প্রশাসক শাহরিয়াজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, করেনা ভাইরাস প্রতিরোধ ও ত্রাণ সামগ্রী সমন্বয় জেলা কমিটির সমন্বয়কারী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস. জেলায় সেনাবাহিনীর দায়িত্বে নিয়োজিত লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা আরিফুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান ও নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :