সড়কে বেড়েছে যান চলাচল, অফিসগামী লোকজনই বেশি
সীমিত আকারে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অফিস খোলা থাকায়, সড়কে রিকশা ও ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল বেশি।
সীমিত পরিসরে সরকারের ৮টি মন্ত্রণালয় ও বিভাগ অফিস শুরু করেছে। চালু করা হয়েছে পোশাক কারখানাও। এই পরিস্থিতিতে রাজধানীর সড়কগুলোতে বেড়েছে যান চলাচল। বেড়েছে ব্যক্তিগত যানবাহন। অন্যদিনের তুলনায় সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিলো কম। তবে, বিভিন্ন সড়কে জীবানুনাশক ছিটিয়েছে সেনাবাহিনী।
রবিবার সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে যান চলাচল অন্য যেকোন দিনের চেয়ে বেশি দেখা গেছে। অফিসগামী মানুষকে বহন করতে দেখা গেছে বিআরটিসির বাসও। সীমিত আকারে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অফিস খোলা থাকায়, সড়কে রিকশা ও ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল বেশি। পুলিশ বলছে, অফিস ও ব্যাংক খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত করা কঠিন।
এদিকে, রাজধানীর শান্তিনগরে সড়কে ও যানবাহনে জীবাণুনাশক ছিটিয়েছে সেনা বাহিনী। সামাজিক দূরত্ব রাখতে নানা দিক-নির্দেশনাও দেয় তারা। সরকার ঘোষিত সাধারণ ছুটির এক মাস পূর্ণ হলো। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নানা পদক্ষেপ অব্যাহত রয়েছে।
জিএসনিউজ/এমএইচএম/এএএন



