মধ্যম সুলতানপুর আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর এ কারণেই দেশের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপদে। অনেক স্বেচ্ছাসেবী-সামাজিক-রাজনৈতিক সংগঠন এই বিপদে অসহায়দের পাশে দাড়িয়েছেন। তেমনিভাবে পাশে দাড়িয়েছে সামাজিক সংগঠন মধ্যম সুলতান পুর আদর্শ ফাউন্ডেশন।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মধ্যম সুলতান পুর আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ২৬শে এপ্রিল ১৫টি পরিবারের সদস্যদের মাঝে রমজানের ইফতারের সামগ্রী তুলে দিয়েছে । ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছোলা, আলু, চিড়া, খেজুর, মসুর ডাল, লবন, চিনি, তেল রয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরনের সময় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটির সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির আহবায়ক রাজু বলেন মধ্যম সুলতান পুর আদর্শ ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন এ সংগঠনটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রবাসী এবং চাকুরীজীবীদের অনুদানের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে তার ধারাবাহিকতায় অসহায়দের মাঝে প্রথমবারের মতো রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেছে।
জিএসনিউজ/এমএইচএম/এমএআই