খুলেছে দোকান-মার্কেট, সামাজিক দূরত্ব মানছে না অনেকে

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪৬ পিএম, ১২ মে ২০২০

করোনা ঝুঁকির মধ্যে রাজধানীতে মার্কেট ও দোকানে ঈদের কেনাকাটা করতে ক্রেতাদের ভিড় অনেকটাই কম। দুইদিন ধরে অল্প পরিসরে দোকানপাট খুললেও বন্ধ ছিল বেশিরভাগ শপিং মল। তবে দোকানের পরিসর এবং মার্কেটের জায়গা ছোট হওয়ায় বেশিরভাগ বিক্রেতা অবস্থান করছে একে অপরের কাছাকাছি।

রোববার থেকে দোকান, মার্কেট, শপিং মল খোলার অনুমতি পেলেও গত দুইদিনের তুলনায় আস্তে আস্তে দোকান খোলার সংখ্যা বাড়ছে। এসবের মধ্যে শিশুদের কাপড়, শাড়ি, জুতা, পাঞ্জাবির দোকানে ক্রেতা উপস্থিতি কিছুটা বেশি। এলিফ্যান্ট রোডসহ রাজধানীর বিভিন্ন মার্কেট-দোকানগুলোর সামনে জীবাণুনাশক ছিটাচ্ছেন কর্মীরা।

এর আগে শপিং মল, মার্কেট খুলতে ১৪টি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :