ঝুঁকিপূর্ণ ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়ক : বাড়ছে দুর্ঘটনা
ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ছাগলনাইয়াা-মুহুরীগঞ্জ সড়ক । এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করছেন । এরমধ্যে প্রায় ঘটছে দুর্ঘটনা। প্রানহানির মত দুর্ঘটনা ঘটছে। সরু এ সড়ক দিয়ে যে হারে ভারি যান চলাচল বেড়ে চলছে তাতে করে আরো দুর্ঘটনা বাড়বে বলে আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা।
সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, ছাগলনাইয়া থেকে মুহুরীগঞ্জ পর্যন্ত পাকা সড়কের দৈর্ঘ্য রয়েছে ১১ দশমিক ২ কিলোমিটার। সড়ক প্রশস্ত রয়েছে ১২ ফুট। আর ১২ ফুটের বাইরে সড়ক বিভাগরে জায়গা রয়েছে অন্তত ৮০ ফুট। রাস্তার দু পাশের এ ৮০ ফুট জায়গা ভোগ দখল করে স্থাপনা নির্মান করেছেন অবৈধ দখলদার। কেউ কেউ সরকারি জায়গার উপর বহুতল ভবনও নির্মান করেছেন। সরকারের শত কোটি টাকার জায়গা বেহাত হলেও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের এনিয়ে কোন মাথা ব্যাথা নেই। অবৈধ স্থাপনা সরাতে লোক দেখানো নোটিশ দিয়েও অদৃশ্য কারনে থমকে গছেে সড়ক বিভাগ।



