ছাগলনাইয়ায় ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন পাল্টা কমিটি ঘোষণা

সদ্য ঘোষিত ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের একাংশ।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেনী জেলা ছাত্রদলের সদস্য মোঃ নাজিম উদ্দিন।
এসময় উপজেলা ছাত্রদলের পাল্টা কমিটি ঘোষণা করা হয়। এস এম শাহাদাত উল্যাহকে সভাপতি, মোঃ নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও আব্দুল মোতালেব বিকাশকে সাংগঠনিক সম্পাদক করে সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
জেলা ছাত্রদলের সদস্য এস এম শাহাদাত উল্যাহ, আব্দুল মোতালেব বিকাশ সহ ছাত্রদলের একাংশের কর্মী সমর্থকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
নাজিম উদ্দিন বক্তব্যে বলেন,’ আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নে অর্থ লেনদেনের মাধ্যমে কমিটিতে বিবাহিত, কাঠ মিস্ত্রী, স্বশিক্ষিত ও ছাত্রলীগের কর্মীদের স্থান দেয়া হয়েছে। সাবেক ছাত্র নেতাদের সঙ্গে কোন সমন্বয় না করে একটি পকেট কমিটি ঘোষণা করা হয়েছে । যে কমিটির বেশীর ভাগ নেতা থাকেন এলাকার বাইরে। তাই স্থানীয় নেতাদের সিদ্ধান্তে আমরা সাত সদস্যের পাল্টা কমিটি ঘোষণা দিয়েছি।’
সোমবার জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের স্বাক্ষরিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।
মোঃ নাদিম উদ্দিনকে আহবায়ক ও ইব্রাহীম মিয়াজি নয়নকে সদস্য সচিব করে দীর্ঘ ২২ বছর পর ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিকে পকেট কমিটি দাবি করে এদিন সন্ধ্যায় শহরে ঝাড়ু মিছিল বের করে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন এ বিষয়ে সাংবাদিকদের বলেন,’ সাংগঠনিক নিয়মকানুন মেনে কমিটি ঘোষণা করা হয়েছে। নিয়ম মানতে গিয়ে কেউ বঞ্চিত হয়েছে, আবার কেউ নেতৃত্বে এসেছে। সবাই তো নেতা হওয়ার সুযোগ নেই। কোন অছাত্র কিংবা বিবাহিতকে কমিটিতে নেয়া হয়নি। অছাত্র, বিবাহিত যদি কেউ আমাদের অগোচরে কমিটিতে থেকে থাকে প্রমাণ স্বাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ‘