ছাগলনাইয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন ১৪ শিক্ষার্থীকে এসিসটিভ ডিভাইস প্রদান

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০

ছাগলনাইয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীকে এসিসটিভ ডিভাইস প্রদান করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু কর্ণারে ডিভাইস প্রদান অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা অফিস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পি, উপজেলা জাসদের সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা আব্দুল হাই মেম্বার। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।

অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে হুইল চেয়ার, তিনজন শিক্ষার্থীকে হিয়ারিং এইড ও একজনকে চশমা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :