অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালো ‘বন্ধু মহল ফেনী জেলা’

‘সময়ের সাহসিকতায় আমরা’ এই শ্লোগানকে সামনে রেখে ফেনী সদর উপজেলার কাজিরবাগ গ্রামের এক হত দরিদ্র পরিবারকে মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহার্য্যে এগিয়ে এলো বন্ধু মহল ফেনী জেলা’র সদস্যবৃন্দ।
উক্ত পরিবারটি অনেক হতদরিদ্র , গরিব ও অসহায় হওয়াতে সাম্প্রতিক বিয়ের খরচ চালানোর মতো কোনো অর্থ-সম্পদ নাই তাদের, তাই মানবসেবায় তাদের পাশে দাঁড়ালো বন্ধু মহল ফেনী জেলা। এই সময় উপস্থিত ছিলেন সংগঠন এর সদস্য মোহাম্মদ ইউনুস , মোহাম্মদ বাপ্পি , নোমান , জনি , শিমুল , বাবু , রাজীব , আইয়ুব , রাব্বি সহ আরো অনেকই।
বন্ধু মহল ফেনী জেলা’র পক্ষ থেকে মোহাম্মদ ইউনুস বলেন আমাদের এই সংগঠন ২০১৫ থেকে ফেনী জেলার মানুষের জন্য শীতবস্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, রক্তদান, অসহায়দের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। তিনি আরো বলেন সারাদেশে এই সংগঠনের মাধ্যমে সৎ তরুন তরুণীদের নিয়ে বাংলাদেশের প্রতিটি হতদরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চায়, এই সংগঠন দেশের প্রতিটা জেলায়-উপজিলা ও দেশের বাহিরের সকল প্রবাসী ভাই-বোনদের সংগঠনের সাথে যুক্ত হয়ে অর্থ এবং শ্রম দিয়ে সহযোগিতা করে মানবসেবায় যুক্ত হতে আহ্বান করেন।