ফেনীতে মহান বিজয় দিবস পালিত

ফেনী প্রতিনিধিফেনী প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০

ফেনীতে বিজয়ের ৪৯ বছর পূর্তিতে দিবসের প্রথম প্রহর ভোর সাড়ে ৬টায় মুক্তিযুদ্ধে শহিদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

পরে শহরের জেল রোডে অবস্থিত মুক্তিযুদ্ধে শহিদ স্মৃতিস্তম্ভে একে একে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফেনী জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, ফেনী প্রেস ক্লাব, জেলা পরিষদ, সরকারি-বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন,সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ফুল দেয়া শেষে মুক্তিযুদ্ধে শহিদ স্মৃতিস্তম্ভে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে বিজয়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

দুপুরে ফেনী প্রেসক্লাবের আয়োজনে শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন :