“ভোর বাজার মেটাল” এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্থানীয়ভাবে গুণগতমানের গ্রীল, জানালা, এসএস গেইট, থাই গ্লাস ও ফার্নিচারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

ফেনীর সোনাগাজী উপজেলার ভোর বাজারে “ভোর বাজার মেটাল” নামক একটি আধুনিক ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিনির্ভর মেটাল ফার্নিচার এবং নির্মাণ সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আসরের নামাজ এর পর জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীরা। মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার সাধারণ জনগণও অংশ নেন। প্রতিষ্ঠানটির কর্ণধার মামুন খান ও করিম উল্লাহ (ডিস) আন্তরিক শুভেচ্ছা জানান এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
“ভোর বাজার মেটাল” এ পাওয়া যাবে:
- উন্নতমানের লোহার গ্রীল
- জানালা ও দরজা
- আধুনিক ডিজাইনের আলমিরা ও শোকেস
- থাই গ্লাস ও এসএস গেইট
প্রতিষ্ঠানটি গুণগতমান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। তারা স্থানীয় এবং পার্শ্ববর্তী অঞ্চলের নির্মাণ কাজে দক্ষ কারিগর ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরিষেবা প্রদান করবে।
স্বত্বাধিকারী মামুন খান বলেন, “আমরা চাই স্থানীয় মানুষ যেন শহরের বাইরেও মানসম্মত ফার্নিচার এবং নির্মাণ সামগ্রী সংগ্রহ করতে পারেন। সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ভোর বাজার মেইন রোডের পশ্চিম দিকে অবস্থিত, যার অবস্থান সবার জন্য সহজলভ্য।
যোগাযোগ:
মামুন খান: ০১৮১৩-১৪১৯০৬
করিম উল্লাহ (ডিস): ০১৯২৫-৬০১৭৭০