চাঁদাবাজির মামলা তুলে না নেওয়ায় দাগনভূঞায় বাদীর ভাইকে হত্যার চেষ্টা

ফেনীর দাগনভূঞা উপজেলার এফটিসি মার্কেট এলাকায় চাঁদাবাজির মামলা তুলে না নেওয়ায় বাদীর ভাইকে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (৫ মে ২০২৫) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শাহদাত হোসেন তুষার জানান, স্থানীয় বিএনপি ও যুবদলের পরিচয়ধারী সন্ত্রাসী রিয়াদ, মানিক, সাইদুল, তানবীরসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন সশস্ত্র হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে ৯৯৯-এর ফোনে দাগনভূঞা থানার এসআই মোবারকসহ একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তুষারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিষয়ে ভুক্তভোগীর ভাই ও মামলার বাদী ফুডক্লাবের মালিক মোঃ দিদার হোসেন বলেন, বিএনপি-যুবদলের সন্ত্রাসী মানিক আমার প্রতিষ্ঠান ফুডক্লাবে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দেয়। আমি তাদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা করি (মামলা নম্বর: দাগনভূঞা সিআর-১৯৮/২৫)। গতকাল পিবিআই’এর সহযোগিতায় ব্যবসা প্রতিষ্ঠান ফুডক্লাবের তালা খুলে ব্যবসা পরিচালনা করায় ও মামলাটি তুলে নিতে চাপ দিচ্ছিল তারা। রাজি না হওয়ায় আমার ভাইকে হত্যার চেষ্টা করেছে।
তিনি আরও জানান, চাঁদাবাজির মামলার পর থেকে আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্যবসা প্রতিষ্ঠানেও তালা লাগিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। কিন্তু গতকাল পিবিআই’এর সহযোগিতায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ফুডক্লাব পুনরায় চালু করা সম্ভব হয়েছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে