ফেনীতে এবায়দুল হক ভান্ডারি প্রকাশ সেঞ্জুরি মামার ৮ম ওফাত দিবসে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

ছানিয়ে গোলামুর রহমান বাবা ভান্ডারি, গাউছগাজি এবায়দুর হক ভান্ডারি প্রকাশ (সেঞ্জুরি মামা) ওফাত দিবস ও ৮ম ওরশ দিবস উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফেনী শহরের কিং কমিউনিটি সেন্টার ওফাত দিবসে উপলক্ষে মিলাদ শেষে তবারক বিতরণ করা হয়েছে।
আশেকানে এবায়দুল হক ভান্ডারির আয়োজনে দুইদিনব্যাপী আয়োজিত ইছালে ছাওয়াব মাহফিল ও ওরশ শরিফের বিভিন্ন স্থানের বক্ত আশেকান ছাড়াও উপস্থিত ছিলেন। মহিপাল সিরাজিয়া দরবার শরিফের পীর মাওলানা মুহিব্বুল্লাহ ইসলাম চৌধুরী। দুইদিন ব্যাপী আয়োজিত ওরশের ২৩ জুন বাদ এশা মিলাদ মাহফিল মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
২৪ই জুন (১০ই আষাঢ়) ৮ম ওফাত দিবস তারিখ সকাল ১০ টা সুলতানপুরে মিলাদ দোয়া ও ইছালে সাওয়াব মাহফিল শেষে ফেনী কিং অব কমিউনিটি সেন্টারে তবারক বিতরন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ বাহার,সদস্য সচিব আলা উদ্দিন আলাল, সৈয়দ আমির উদ্দিন প্রকাশ পাগলামিয়া মাজারের খাদেম সৈয়দ রেজাউল করিম সোহেল, এবাদুল হক ভান্ডারির উত্তরসূরী বড় সাহেবজাদা শাহা মোঃ শাহ আলম, ছোট সাহেবজাদা শাহাজাদা মো: জামাল, সার্বিক তত্বাবধানে হাজ্বী নুর আলম (আলম বাবুর্চি), ফেনী জর্জ কোর্টের আইনজীবি এড. বোরহান উদ্দিন বোরহান,এড.রবিউল হক রবি, এড.জিয়াদ হাসান রাসেল,ফেনী সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সৈয়দ মনির আহমেদ, সাংবাদিক শেখ ফরিদ আত্তার, ফেনীর ডাক সম্পাদক জিয়াউল হায়দার, ভোরের ডাক প্রতিনিধি ইলিয়াছ সুমন প্রমুখ।
জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ বাহার জানান,এবায়দুল হক ভান্ডারি একজন আল্লাহর হাক্কানী ওলি ছিলেন তিনি ওয়ালা তাকওয়াবান ও দ্বীন প্রচারক ছিলেন।ইসলাম প্রচারে তাদের অবদান রয়েছে। অনুষ্ঠানে প্রায় ৩ হাজার মানুষের মাঝে তবারক বিতরন করা হয়।