উচ্ছেদ অভিযান চলাকালে হামলায় আহত-৪, আটক-৪

সোনাগাজীতে পৌরসভার উচ্ছেদ অভিযান চলাকালে গ্রামবাসির উপর হামলা করেছে জেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ও তার সহযোগীরা।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পৌরসভার বাখরিয়া গ্রামের মাইনউদ্দিন ভিলার সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে বাখরিয়া গ্রামের আব্দুল আজিজ দুলাল, নোমান হোসেন, আবিদুর রহমান ও লিটন আহত হয়েছেন। এ ঘটনায় মাঈন উদ্দিন ও তার তিন সহযোগীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
জানাগেছে, সোনাগাজী পৌরসভার ১নং ওয়ার্ড বাখরিয়া গ্রামে ড্রেন নির্মানের উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক নাজিয়া হোসেন। অভিযানে কৃষকদল নেতার মালিকীয় মাইনউদ্দিন ভবনের সিমানা প্রাচীর ভাঙার সময় হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন জেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন ও সহযোগীরা। এতে চারজন আহত হয়েছেন। খবর পেয়ে যৌথবাহিনীর (সেনা-পুলিশ) সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মাইনউদ্দিনসহ চারজনকে আটক করেন।