হত্যার হুমকি ও ৫০ লাখ টাকার চাঁদাদাবি, ফেনীতে চাঞ্চল্য

আমেরিকা প্রবাসীকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে বেনামী চিঠি

ফেনী প্রতিনিধিফেনী প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩২ পিএম, ২৬ জুলাই ২০২৫

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পদুয়া গ্রামে ডাকযোগে পাঠানো একটি বেনামী হুমকিমূলক চিঠিকে কেন্দ্র করে চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

বিএনপির ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং আমেরিকা প্রবাসী মোঃ নবী উল হক বাবুলের পরিবারের উদ্দেশ্যে পাঠানো ওই চিঠিতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়—এই টাকা এক সপ্তাহের মধ্যে ব্যাংক থেকে তুলে এনে ঘরে রাখতে হবে। না দিলে প্রবাসীর ভাবী আফরোজা আক্তার এবং তার দুই মেয়েকে “ফেলা হবে” (অর্থাৎ, হত্যা করা হবে)। এমনকি নবী উল হক বাবুল দেশে ফিরলে তাকেও নির্মমভাবে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

চিঠিটি গত ৮ জুলাই ডাকযোগে আফরোজা আক্তারের ঠিকানায় পৌঁছে। চিঠির পাঠানো কপি হাতে পাওয়ার পর থেকেই চরম উদ্বেগে রয়েছেন তিনি ও তার স্বজনেরা।

চিঠির ভাষ্য ছিল:
তোমার পুরো পরিবারের মঙ্গলের জন্য জানানো যাইতেছে যে, আগামী এক সাপ্তাহের মধ্যে আমাদের জন্য ৫০ (পঞ্চাশ) লাখ টাকা ব্যাংক থেকে তুলে এনে ঘরে রাখবে। আমরা যে কোনো একদিন এসে টাকা নিয়ে যাবো। টাকা দিতে গড়িমসি করলে তুমি এবং তোমার দুই মেয়েকে মেরে ফেলা হবে। আর যদি কোনো রকম চালাকি করো অথবা পুলিশ প্রশাসনকে জানাও, তাহলে তোমার ভাসুর, আমেরিকা প্রবাসী মোঃ নবী উল হক বাবুল বাংলাদেশে ফিরলে নির্মমভাবে হত্যা করা হবে।” নিবেদক: “আমরা কয়জন”

পরিবার আতঙ্কিত, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

চিঠি পাওয়ার বিষয়ে ভুক্তভোগী আফরোজা আক্তার জানান, এমন একটি হুমকিপূর্ণ চিঠি পেয়ে আমরা চরম ভয়ের মধ্যে আছি। আমার দুই মেয়ে রয়েছে—তাদের নিরাপত্তা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ভুগছি। এখনো থানায় যাইনি, তবে প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান বলেন, বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে শুনেছি। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে পুলিশ অবশ্যই বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখবে।

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

আপনার মতামত লিখুন :