সোনাগাজীর নবাগত ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউপি চেয়ারম্যান জহির

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৪ পিএম, ২৮ জুলাই ২০২৫

ফেনীর সোনাগাজী উপজেলার নবনিযুক্ত নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নবাবপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহ, জনদুর্ভোগ নিরসন, এবং ইউনিয়নের বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক বিষয় নিয়ে ইউএনও’র সাথে বিস্তারিত আলোচনা করেন চেয়ারম্যান জহির।

তিনি নবাগত ইউএনওকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বলেন, নবাবপুর ইউনিয়ন একটি ঘনবসতিপূর্ণ জনপদ। এখানকার মানুষের সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, আপনার দিকনির্দেশনায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প আরও কার্যকরভাবে বাস্তবায়ন হবে।

ইউএনও রিগ্যান চাকমা চেয়ারম্যানের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং বলেন, উন্নয়নের জন্য প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অপরিহার্য। আমি সব সময়ই জনগণের পাশে থাকতে চাই এবং ইউনিয়ন পর্যায়ে যেকোনো উন্নয়নমূলক কাজে সহায়তা দিতে প্রস্তুত আছি।

আপনার মতামত লিখুন :