সোনাগাজীতে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ ও মা-শিশু সহায়তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫

ফেনীর সোনাগাজীতে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) নবাবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের উপকারভোগী ১১৫ দুঃস্থ পরিবারের নারীদের মাঝে কার্ডসহ ৩০ কেজি করে জুলাই ও আগস্ট—এই দুই মাসের মোট ৬০ কেজি চাল বিতরণ করা হয়।

সোনাগাজী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব জামাল উদ্দিন ও ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগী মায়েদের নিয়ে অনুষ্ঠিত হয় এসবিসিসি (Social and Behaviour Change Communication) প্রশিক্ষণ। প্রশিক্ষণে মায়েদের সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মেনে চলা, সুষম পুষ্টি নিশ্চিতকরণ এবং শিশুদের সঠিক যত্নে ইতিবাচক পরিবর্তন আনার বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সরকারি এসব কার্যক্রম দুঃস্থ নারীদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যসুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

আপনার মতামত লিখুন :