সোনাগাজী মডেল থানার নতুন ওসি সাইফুল, বায়েজীদ আকন ফেনী ডিবি’তে

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সোনাগাজী মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন পেয়েছেন মো. সাইফুল ইসলাম। তিনি এর আগে নোয়াখালী জেলা পুলিশে কর্মরত ছিলেন। এর পূর্বে পিবিআই নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করেন।

গতকাল বুধবার তিনি ফেনী জেলা পুলিশের সাথে যোগ দেন। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ফেনীর সোনাগাজী মডেল থানায় পদায়ন করা হয়।

২০০৭ সালে ৩০তম আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশ বিভাগে চাকরি লাভ করেন মো. সাইফুল ইসলাম। দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন, “সোনাগাজীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।”

অন্যদিকে, সোনাগাজীর বিদায়ী ওসি মো. বায়েজীদ আকনকে বদলি করে ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে পদায়ন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :