সোনাগাজীর বগাদানা ইউপি চেয়ারম্যানের সাংবাদিক সম্মেলন

সোনাগাজী উপজেলার বগাদানা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন চেয়ারম্যান ক.খ.ম. ইসহাক খোকন। শনিবার বিকালে ফেনীর স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়েনের রিপন হত্যা নিয়ে নয়া ষড়যন্ত্রের প্রতিবাদে ও নুর আলম রিপন হত্যা মামলা নিয়ে আমাকে জড়িয়ে এলাকার বিভিন্ন লোকদের নতুন ষড়যন্ত্রেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
উক্ত সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান ইসহাক খোকন লিখিত বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের বলেন, “২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৃহৎ দল বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিয়ে দলীয় নৌকা প্রতীকে নির্বাচনে অংশ গ্রহন করে জনতার মন জয় করে বিজয় লাভ করি।
সাংবাদিক সম্মেলনে উল্লেখ করা হয়, মূল বিষয় হচ্ছে, বিগত ৫ টি বছর যাবৎ সোনাগাজী তালিকা ভুক্ত সন্ত্রাসী, খুনি ও চোর-ডাকাতদের নিয়ে বগাদানা ইউনিয়েনে একটি সংঘবদ্ধ ত্রাসের রাজত্ব কায়েম করছে।
আমি জানতে পারি ও আপনারা বিষয়টি অবগত আছেন যে, গত ২৫ মার্চ রাতে বগাদানা ইউনিয়নের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্নস্থানে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পরিদর্শন ও অংশগ্রহণ শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে ছাত্রলীগ নেতা নুর আলম রিপন নিহত হয়।
উক্ত ঘটনায় রিপনের মা সাজেদা আক্তার বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১৭, তাং- ২৭/০৩/২০১৭ইং। যাহ সোনাগাজী মডেল থানায় তদন্তাধীন রয়েছে।
রিপনের মা সাজেদা আক্তার রিপন হত্যার কিছুদিন অতিবাহিত হওয়া পর এলাকার প্রবাসী ও ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে হত্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। ইতোমধ্যে বেশ কয়েকজন লোক থেকে চাঁদাও নিয়েছে বলে ক্ষতিগস্থরা আমাকে জানিয়েছে। ইতমধ্যে দু,জন ভুক্ত ভুগি প্রবাসীর স্ত্রী মাননিয় পুলিশ সুপার মহোদয় এর কাছে প্রতিকার চেয়ে আবেদন দিয়েছেন।
এছাড়া এলাকার বেশ কয়েকজন ধনাঢ্য লোককে হত্যা মামলা জড়াতে অন্যথায় আমি তাদেরকে টাকা আদায় করিয়ে দিতে বাদিনী ও তার স্বজনরা আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। আমি তার চাপে নির্দোশ কোন ব্যক্তিকে হয়রানি করতে স্বীকার না করায় তালিকাভুক্ত একদাগী সন্ত্রাসীর কুপ্ররোচনায় আমাকে সহ এলাকার নিরপরাধ লোকদের জড়িয়ে ঘটনার প্রয় ৮ মাস পর ফেনীর সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পূরক আবেদন করে।
আমি জানতে পারলাম সোনাগাজী মডেল থানার তালিকা ভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম শিপন ওই হত্যা মামলার আসামি শিপনের দুইভাইকে বাঁচাতে বাদিনীকে দিয়ে সম্পূরক আবেদন করিয়েছে। তারই ধারাবাহিকতায় ষড়যন্ত্রের অংশ হিসাবে গত ২০/১১/২০১৭ইং তারিখে আমাকে জড়িয়ে ফেনীর একটি রেষ্টুরেন্টে বাদিনী ও তার ছেলেকে দিয়ে কাল্পনিক অভিযোগ এনে আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করিয়েছে। আমার বিরুদ্ধে আনীত সকল মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একটি হত্যা মামলা যেখানে তদন্তাধীন রয়েছে, সেখানে কাউকে সরাসরি অভিযুক্ত করা একটি হাস্যকর বিষয়। একটি গর্হিত অপরাধও বটে।
আমি নিজেও সুষ্ঠ ও নিরপক্ষ তদন্তের মাধ্যমে রিপন হত্যার বিচার চাই। আমি জনগনের প্রতিনিধি হিসাবে জনগণের কাছে সবকাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ কওে যাচ্ছি।
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমার রাজনৈতিক অভিভাবক নিজাম উদ্দিন হাজারীর সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রাপ্ত বরাদ্ধ ইউপি সদস্যদের নিয়ে আলোকিত ও মডেল ইউনিয়ন গড়তে কাজ কওে যাচ্ছি। তখন খুনি, দাগী সন্ত্রাসী ও চো-ডাকাতেরা উন্নয়নকে বাধাগ্রস্থ করতে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সাংবাদিক সম্মেলনে ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড.এম কামরুল আনাম, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফেনী জেলা পরিষদের সদস্য ফয়েজুল কবীর, সোনাগাজী পৌরসভার মেয়র ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন সহ বগাদানা ইউপি এর সকল ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।